অফিসে এখন আমার কোনো কাজ নাই। এই অবসরে অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ল। আর ঠোটের কোনে আসল একটু হাসির রেখা। বলি তাহলে ঘটনাটা।
অনেক দিন আগে কোনো এক শীতে গ্রামের বাড়ি গিয়েছিলাম।
কাজিনদের সাথে বেশ মজায়ই কাটলো দিনগুলো। এবার ফেরার পালা।
মামাবাড়ি থেকে লঞ্চঘাটের দিকে যাচ্ছি। তখন সেখানে পাকারাস্তা ছিল না। তাই রিক্সাও ছিল না।
হেটে হেটে যাচ্ছিলাম। পথে বেশ কয়েকটা ব্রিজ ছিল। ব্রিজগুলো ছিল ভাঙ্গাচোরা। এর মধ্যে একটা ব্রিজ ছিল খুবই ঝুঁকিপুর্ণ। আমার দুই হাতে ছিল বেশ বড় সাইজের দু'টি ব্যাগ।
ব্যাগ দুটো নিয়ে বেশ সতর্কতার সাথে ব্রিজটা পাড় হতে লাগলাম আর শব্দ করে বলতে লাগলাম, আল্লাহ যেন না পরে, আল্লাহ যেন না পরে। আমার হাত থেকে ব্যাগ পরে গেলে সরাসরি খালে পরবে। তখন পেছন থেকে আমার দুষ্ট কাজিন (বয়সে আমার ছোট) বলতে লাগল, আল্লাহ যেন পরে, আল্লাহ যেন পরে। আমি একটু বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। কিন্তু ও প্রবল উৎসাহ নিয়ে আবারো একই কথা জোরে জোরে বলতে লাগল।
ঠিক সেই মুহুর্তে ওর পা থেকে একটা স্যান্ডেল খসে সরাসরি খালের পানিতে পরল। তখন আমার কিযে আনন্দ লাগছিল ভাষায় বোঝাতে পারব না। জোরে জোরে শব্দ করে হাসলাম। সেদিন অনেক কষ্ট করে ওকে স্যান্ডেলটা খাল থেকে তুলে আনতে হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।