আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এর দালালদের চিনে রাখুন

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্যবৃন্দ : ১. খাজা খয়েরউদ্দিন : পাকিস্তানে মুসলিম লিগ নেতা ২. একিউএম শফিকুল ইসলাম : অ্যাডভোকেট লাহোর হাইকোর্ট, বাংলাদেশে ব্যবসা আছে ৩. গোলাম আজম : জামাতে ইসলামীর বিগবস ৪. মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ ৫. আব্দুল জব্বার খদ্দর : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ৬. মাহমুদ আলী : পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ৭. এমএকে রফিকুল ইসলাম : তথ্য পাওয়া যায়নি ৮. ইউসুফ আলী চৌধুরি (মোহন মিয়া) : স্বাধীনতা যুদ্ধকালে স্বাভাবিক মৃত্যু হয় ৯. আবুল কাশেম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়। ১০.গোলাম সারওয়ার : লন্ডনে জামাতিদের সংগঠন দাওয়াতুল ইসলাম নেতা এবং লন্ডন ভিত্তিক ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক ১১. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) : জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং জাতীয় সংসদ সদস্য ১২. এ এসএম সোলায়মান : সভাপতি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি ১৩. পীর মোহসেনউদ্দিন (দুদু মিয়া) : সহ-সভাপতি বাংলাদেশ ডেমোক্রেটিক লিগ ১৪.শফিকুর রহমান : চেয়ারম্যান ইসলামিক ডেমোক্রেটিক লিগ ১৫. মেজর (অবঃ) আফসারউদ্দিন : আহবায়ক, বাংলাদেশ গণতন্ত্র বাস্তবায়ন পরিষদ, সভাপতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, প্রাক্তন রাষ্ট্রপতি পদপ্রার্থী ১৬. সৈয়দ মোহসেন আলী : শিল্পপতি, প্রাক্তন সভাপতি, শিল্প ও বণিক সংস্থা এবং ঢাকা স্টক এঙ্চেঞ্জ, প্রাক্তন পরিচালক আইএফআইসি ব্যাঙ্ক ১৭. ফজলুল হক চৌঃ : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ১৮. মোঃ সিরাজুদ্দিন : শিল্পপতি, ঢাকা শহর সভাপতি বাংলাদেশ মুসলিম লিগ ১৯.এডভোকেট এ টি সাদি : অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ২০. এডভোকেট আতাউল হক খান: সহসভাপতি বাংলাদেশ মুসলিম লিগ ২১.মকবুলুর রহমান : শিল্পপতি ২২. আলহাজ্ব মোঃ আকিল : ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ নেজামি ইসলামী দল ২৩.প্রিন্সিপাল রুহুল কুদ্দুস : কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জামাতে ইসলামী ২৪.নুরুজ্জামান : শিল্পপতি, পরিচালক ইসলামী উন্নয়ন ব্যাঙ্ক ২৫. মওলানা মিয়া মফিজুল হক : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ ২৬. এডভোকেট আবু সালেক : সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ২৭. এডভোকেট আবদুন নাঈম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ২৮. মওলানা সিদ্দিক আহমেদ : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ ২৯. আবদুল মতিন : মহাসচিব বাংলাদেশ মুসলিম লিগ ৩০. ব্যারিস্টার আখতার উদ্দিন : সৌদি আরবে অবস্থানরত সৌদিয়া ইন্টারন্যাশনালের আইন উপদেষ্টা ৩১.তোয়াহা বিন হাবিব : শিল্পপতি, সদস্য, কেন্দ্রীয় মজলিশে সুরা বাংলাদেশ খেলাফত আন্দোলন ৩২. হাকিম ইরতিজায়ুর রহমান : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ৩৩. রাজা ত্রিদিব রায় : করাচিতে ব্যবসা করছেন ৩৪. ফয়েজ বক্স : সভাপতি, নিখিল বাংলাদেশ মুসলিম লিগ। রাজাকার হাইকমাণ্ড (প্রথম পর্যায়) ১. এএসএম জহুরুল হক, ডিরেক্টর রাজাকারস্ : ঢাকায় ব্যবসা করছে ২. মফিজুদ্দিন ভুইয়া, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পশ্চিম রেঞ্জ : খুলনায় ব্যবসা করছে ৩. এম, ই, মৃধা, তমঘায়ে খিদমত, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, রাজাকার হেডকোয়াটার্স : তথ্য পাওয়া যায়নি ৪. এম, এ, হাসনাত, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় রেঞ্জ ৫. ফরিদুদ্দিন, ঢাকা শহর অ্যাডজুটেন্ট : সৌদি আরবে চাকরি করে পরবর্তী পর্যায়ে মুহম্মদ ইউনুসকে (ইসলামী ব্যাঙ্কের মহাপরিচালক ও জামাতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য) কমান্ডার ইন চিফ এবং মীর কাসেম আলীকে (মহানগর জামাতের নায়েবে আমির) চট্টগ্রাম প্রধান করে ইসলামী ছাত্র সংঘের জেলা প্রধানদের স্ব স্ব জেলার রাজাকার বাহিনী প্রধান করা হয়। ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটি (আল-বদর হাইকমান্ড) ১. মতিউর রহমান নিজামী (সারা পাকিস্তান প্রধান) ২. আলী আহসান মুহম্মদ মুজাহিদ (পূর্ব পাকিস্তান প্রধান) ৩. মীর কাসেম আলী (প্রথমে চট্টগ্রাম জেলা প্রধান ছিলেন, পরে আল বদর বাহিনীর নেতৃত্বের তৃতীয় পদ লাভ করেন) ৪. মোহাম্মদ ইউনুস ৫. মোহাম্মদ কামারুজ্জামান (বদর বাহিনীর প্রধান সংগঠক) ৬. আশরাফ হোসাইন (বদর বাহিনীর প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ জেলা প্রধান) ৭. মোহাম্মদ শামসুল হক (ঢাকা শহর প্রধান) ৮. মোস্তফা শওকত ইমরান (ঢাকা শহর বদর বাহিনীর অন্যতম নেতা) ৯. আশরাফুজ্জামান খান (ঢাকা শহর বদর বাহিনীর হাইকমান্ড সদস্য এবং বুদ্ধিজীবি হত্যাকান্ডের চিফ এক্সিকিউটর : প্রধান জল্লাদ) ১০.আ.শ.ম রুহুল কুদ্দুস (ঢাকা বদর বাহিনীর অন্যতম নেতা) ১১.সরদার আবদুস সালাম (ঢাকা জেলা প্রধান) ১২.খুররম ঝা মুরাদ (লন্ডনে এখন জামাতের প্রধান সমন্বয়কারী) ১৩. আবদুল বারী (জামালপুর প্রধান) ১৪. আবদুল হাই ফারুকী (রাজশাহী জেলা প্রধান) ১৫. আবদুল জাহের মোহাম্মদ আবু নাসের (চট্টগ্রাম জেলা প্রধান) ১৬. মতিউর রহমান খান (খুলনা জেলা প্রধান) ১৭. চৌধুরী মঈনুদ্দিন (বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ, জামাতের সাপ্তাহিক দাওয়াত পত্রিকার সম্পাদক ও লন্ডনে জামাতের প্রধান সংগঠন দাওয়াতুল ইসলাম নেতা) এছাড়া ঢাকা শহর বদর বাহিনীর দুই নেতা নুর মোহাম্মদ মলি্লক ও একে মোহাম্মদ আলী এবং রাজশাহী জেলা বদর বাহিনী প্রধান মাজহারুল ইসলামের বর্তমান অবস্থান জানা যায়নি। তথ্য সুএ : http://jonmojuddho.org/dalal.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।