আমাদের কথা খুঁজে নিন

   

দেশ নাকি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছ!!!

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়। জামায়েত-শিবিরের মতে দেশ নাকি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বলি আমিও তাই চাই। আমি ৭১’ দেখিনি কিন্তু আমি ৭১’ এর ইতিহাস জানি। আমি রাজাকার ‘কাদের মোল্লা’কে চিনিনা কিন্তু কাদের মোল্লা’র অপকর্মের কথা জানি।

আমি ৭১’ এর পচা-গন্ধ লাশ দেখিনি কিন্তু আমি আজও বাতাসে লাশের গন্ধ পাই। আমি ধর্ষিতা মা-বোন কে দেখিনি কিন্তু তাদের চিৎকার শুনি আজও ঘুমের মধ্যে। আমরা এদেশকে পাকি থেকে মুক্ত করতে পেরেছি ঠিকই কিন্তু তাদের রেখে যাওয়া বীজ কে মূলোৎপাটন করতে পারিনি আজও। তাইতো আজও আমাদের কে শুনতে হয় জীবন নাশের হুমকি, গৃহযুদ্ধের ভবিষ্যৎ হুঁশিয়ারি বানী। দেখতে হয় রাজাকারের গাড়ীতে ৩০ লক্ষ্য শহীদের তাজা রক্তে অর্জিত বাংলার পতাকা।

সহ্য করতে হয় রাজাকার’দের মুক্তির দাবীতে হরতাল। এদেশ থেকে সেই রাজাকার-আল বদর-আল সামস্‌ এর হাত থেকে মুক্ত করার জন্য আরও একটি ৭১’ দরকার। দরকার আরও একটি স্বাধীনতার ডাক। সেই ডাকে আমি 'তাইফুর' নিজ হাতে রাজাকার নিধন করতে চাই। চাই তাদের মূল শিকড় এর উৎপাটন।

আমার জীবন দিয়ে হলেও যদি এদেশ রাজাকার মুক্ত হয় তবে সেই ডাকে আমি 'তাইফুর' বুকে বাঁধতে পারি গ্রেনেড। ধ্বংস করে দিতে পারি নিজের জীবন। এতটুকু কার্পণ্য করবোনা কথা দিচ্ছি। তবুও চাই প্রকৃত স্বাধীনতা... (রাজাকারদের অবিলম্বে ঝুলিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।