আমাদের কথা খুঁজে নিন

   

এ টি এন বাংলার ডিগবাজি

বুকের ভেতর বহুদূরের পথ.........

ক'দিন আগেও এই চ্যানেলে প্রতি শুক্রবার দুপুরে দেলোয়ার হোসাইন সাঈদী বয়ান করতেন। বয়ানের পর থাকত 'শ্রোতাবন্ধুদের' সওয়াল জবাব- আরাকান উল্লাহ হারুনির উপস্থাপনায়। এনটিভি বা আরটিভিতেও সাঈদীর এমন রেগুলার উপস্থিতি দেখিনি। আর আজ...... আর আজকাল প্রায় প্রতিদিনই এ টি এনে স্বাধীনতা, যুদ্ধাপরাধ, বংগবন্ধু অথবা শেখ হাসিনার উপর কোন না কোন অনুষ্ঠান থাকে। মজার ব্যাপার হচ্ছে এসব মতলববাজির বেশীর ভাগ অনুষ্ঠানের পরিচালনায় থাকেন ইভা রহমানের গর্বিত জামাই ডঃ মাহফুজুর রহমান। এটা অবশ্য নতুন কিছু নয়, নিজের মালিকানায় থাকা টিভি চ্যানেলের সামান্য কৃতিত্বও তিনি অন্যের হাতে দিতে চাননা যেটা "আমরা করব জয়" এর ঘটনায় খুব নগ্ন ভাবেই দেখা গেছে। বেতন দেবে মাহফুজ আর ক্রেডিট নেবে মুন্নি- নিপা? কাভি নেহি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।