জীবিকাবদ্ধ শব
পুরানো স্বাধীনতায়-
নব্য ভীষন গনতন্ত্র আর
অর্থনৈতিক ভালোবাসা
বেঁচে থাক অধিক আদরে ।
বস্ত ুতঃ বস্তুবাদ থেকে অনেক দুরে
অশীতিপর বিশ্বাস
এখনো আকড়ে থাকতে চায়
পুরানো শিকড়।
পা টেনে টেনে পথ পাড়ি দেয়া
আর কত?
স্বাধীনতা চাই
মননে
তারও বেশী সম্পদের
সমবন্টনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।