আমাদের কথা খুঁজে নিন

   

আইসা পড়লাম ভাইগো.....

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ

আমি এইখানে পড়তে আসি মেলাদিন ধইরা, কিন্তু রেজিস্ট্রি কইরলাম নতুন। কী কমু ভাই, বাংলা টাইপ করা যে কেমুন ঝামেলার কাম।। হ, আপনেগো লেখা পড়ছি, এখন আমারডা পইড়েন। আমি ভার্সিটির এক ত্যান্দর পোলা। নাম কইতে চাইতেছিনা, হাইফেনই ভালা। সিরিয়াস কথা কইতে মন চায়না, হেইজন্যে খালি ফানপুস্ট দিমু।।মাথাভর্তি শয়তানি বুদ্ধিরে ভাই, মাগার বাংলা টাইপ করবার পারিনা.......এইডায় প্রোবলেম.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।