আমাদের কথা খুঁজে নিন

   

আর বিজ্ঞাপনে আমার মুখ

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

প্রভাবে, তুমিও কিছুটা মলিন আজ ভয়ানক মুদ্রাস্ফীতি-- ঘন জঙ্গলে ময়ূর নাচের তাল-লয় বোমায় গুড়িয়ে গেছে। আগুনের আঁচে, রান্নার সমস্ত জোগাড় ছাই হলে রোদে কাঁপতে কাঁপতে জল পুকুরের গুমোট শাসন মেনে নেয়। কতোটা বর্ষায় তুমি সড়ক থেকে নদী আমি সড়কদ্বীপে ভাস্কর্য ঢেকে দেয়া বিলবোর্ড থেকে ভিটামিনের যে ব্যাখ্যা পেয়েছি, তাতে চুলখোলা রোদ আর বিজ্ঞাপনে আমার মুখ। অথচ কত রোদ ছিল এই ঘন বর্ষার আগে দোলাচলে নিন্দায় গেছে পরকীয়া মন আহতরা ত্রাণ নিয়ে ঘরে ফেরে বেপর্দা রিকসায় ভেজে উত্তাল যৌবন। গ্রহণে কিছুটা ভয়-- ভেতরে ক্ষরণ আর বিজ্ঞাপনে আমার মুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।