আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে ৬৬তম গোল্ডেন গ্লোব উইনার লিস্ট ২০০৯

নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!

আজ বাংলাদেশ সময় সকালে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এতে মুভি ও টেলিভিশন সিরিজ মিলিয়ে মোট ২৫ টি ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড প্রদান দেয়া হয়েছে। আমন্ত্রিত বহু অতিথি ও ওয়ার্ল্ডওয়াইড সেলিব্রেটিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত। সব কল্পনার অবসান ঘটিয়ে বেস্ট পিকচার - ড্রামা খেতাবটি জিতে নেয় আলোচিত মুভি স্লামডগ মিলিয়নেয়ার। এছাড়া বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস, দু’টি খেতাবই নিজের করে নেন কেট উইন্সলেট। এখানে অ্যাওয়ার্ড উইনারদের সম্পূর্ণ লিস্ট দেয়া হলো: ১. বেস্ট মোশন পিকচার - ড্রামা স্লামডগ মিলিয়নেয়ার ২. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মোশন পিকচার - ড্রামা কেট উইন্সলেট (রিভোলিউশনারি রোড) ৩. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মোশন পিকচার - ড্রামা মিকি রাউর্ক (দি রেসলার) ৪. বেস্ট মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা ৫. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি স্যালি হকিন্স (হ্যাপি-গো-লাকি) ৬. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি কলিন ফ্যারেল (ইন ব্রুগ্জ) ৭. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ সাপোর্টিং রোল ইন এ মোশন পিকচার কেট উইন্সলেট (দি রিডার) ৮. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ইন এ মোশন পিকচার হিথ লেজার (দি ডার্ক নাইট) ৯. বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ওয়াল-ই ১০. বেস্ট ফরেইন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ওয়াল্টজ্ উইথ বশির (ইজরেল) ১১. বেস্ট ডিরেক্টর - মোশন পিকচার ড্যানি বয়েল (স্লামডগ মিলিয়নেয়ার) ১২. বেস্ট স্ক্রিনপ্লে - মোশন পিকচার সাইমন বুফয় (স্লামডগ মিলিয়নেয়ার) ১৩. বেস্ট অরিজিনাল স্কোর - মোশন পিকচার এ আর রহমান (স্লামডগ মিলিয়নেয়ার) ১৪. বেস্ট অরিজিনাল সং - মোশন পিকচার দি রেসলার (দি রেসলার) ১৫. বেস্ট টেলিভিশন সিরিজ - ড্রামা ম্যাড মেন (এএমসি) ১৬. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ টেলিভিশন সিরিজ - ড্রামা অ্যানা প্যাকুইন (ট্রু ব্লাড) ১৭. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ টেলিভিশন সিরিজ - ড্রামা গ্যাব্রিয়েল বির্ন (ইন ট্রিটমেন্ট) ১৮. বেস্ট টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি ৩০ রক (এনবিসি) ১৯. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি টিনা ফে (৩০ রক) ২০. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি অ্যালেক বাল্ডউইন (৩০ রক) ২১. বেস্ট মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন জন এ্যাডামস (এইচবিও) ২২. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন লরা লিনি (জন এ্যাডামস) ২৩. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন পল জিয়ামাটি (জন এ্যাডামস) ২৪. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ সাপোর্টিং রোল ইন এ সিরিজ, মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন লরা ডার্ন (রিকাউন্ট) ২৫. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ইন এ সিরিজ, মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন টম উইলকিনসন (জন এ্যাডামস)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।