Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
সমুদ্রগামী এক বিশাল ইয়টে প্রমোদভ্রমণে বিশ্বের তাবৎ দেশের নৌবাহিনীপ্রধান। পোগ্রাম অনুযায়ী সারাদিনের নানা মজার কর্মসূচী শেষে সন্ধায় জাহাজের এককোনে বসে গল্প করতে দেখা গেল ব্রিটিশ,আমেরিকান এবং দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশের নৌপ্রধানকে,তারা তিনজন নিজেদের নৌবাহিনীর সদস্যদের সাহস নিয়ে কথা বলছিলেন।
কথায় কথায় ব্রিটিশ নৌপ্রধান বললেন আমাদের নৌবাহিনীর সাহস । তাদেরকে এখন বলা হলে এখনই পুরো সাগর ঘুরে আসবে।
এতটুকু বলেই তিনি তাকালেন অপর দুই নৌপ্রধান এর দিকে।
বোধহয় তাদের চোখের তারায় কিঞ্চিৎ অবিশ্বাস দেখে বললেন ,কি বিশ্বাস হলো না তো? ঠিক আছে এখনই আদেশ দিচ্ছি. দেখুন। এই বলে তিনি ওয়ারলেস বের করে কাকে যেন কি একটা নির্দেশ দিলেন সাথে সাথে তারা পুরো সাগর একবার পরিক্রম করে আসল।
এটা দেখে আমেরিকান নৌপ্রধান তার দলের সদস্যদের ডেকে পুরো সাগর দুইবার পরিক্রম করতে বললেন,সাথে সাথে সুষ্ঠুভাবে নির্দেশ পালিত হল ।
এইবার দক্ষিণ এশিয়ার ছোট দেশটির নৌপ্রধান এর পালা। দেশটির নৌপ্রধান তার দলের লোকদের ডেকে বলল পুরো সাগর দশবার পরিক্রম করে আসতে।
তখন নৌদলের একজন জবাব দিল,
আপনি কি আমাদেরকে আপনার ঘরের চাকর পেয়েছেন নাকি?
সাথেসাথে নৌপ্রধান বলে উঠল,
দেখেছেন,আমি বলেছিলাম না,এদের কত সাহস!
(একটি নেট ফান পরিবেশনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।