রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
গোল্ডেন গ্লোব দেওয়া হইছে। মুভি জগতে গোল্ডেন গ্লোবের অবস্থান যথেষ্ট উচুতে। এখানকার বিজয়ীরা অস্কারে ফেভারেট হিসেবেই থাকেন। দেখা যাক কে কে পাইলো এবার গোল্ডেন গ্লোব----
১। সেরা ছবি ড্রামা- স্লামডগ মিলিওনার -দেখছি।
ভাল লাগছে।
মনোনয়ন পাইছিলো দি কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন (ব্রাড পিটের ছবি, যার বয়স খালি কমতে থাকে। আহারে এমন যদি আমাগো হইতো। ফক্স/নিক্সন-সাংবাদিক ডেভিড ফ্রস্টরে সাক্ষাৎকার দিছিলো পদত্যাগ করা প্রেসিডেন্ট নিক্সন। দেখার প্রবল ইচ্ছা ।
দি রিডার সম্বন্ধে ধারণা নাই। আরও মনোনয়ন পাইছিলো রেভোলুশেনারি রোড।
২। সেরা ছবি-মিউজিক্যাল ও কমেডি- ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা-কিনছি। দ্রুত দেখতে হবে।
উডি এলেনের ছবি। সবাই বলতাছে এইটা তার এই সময়ের সেরা ছবি। কান্টিং ও ফাটাফাটি। পেনোলোকা ক্রুজ, স্ক্যারলেট জোহানসন (দুই হট)। নমিনেশন পাইছিল মামা মিয়া, অ্যাবার সেই গান নিয়া ছবি।
মেরিল স্ট্রিপ আছে। কিনছি দেখতে হইবো।
৩। সেরা পরিচালক-ড্যানি বয়েল, স্লামডগ মিলিওনার থেকে। আমারও ধারণা ছিল পাইবো।
মাসুম খুশ হুয়া।
৪। সেরা অভিনেত্রী-ড্রামা-কেন উইনস্লেট, রেভোলুশেনারি রোড থেকে।
এইটার পরিচালক তার জামাই, স্যাম মেন্ডেস। আরও আছে টাইটানিক জুটি লিওনার্দো ডি ক্যাপ্রিও।
অ্যাঞ্জেলিনা জলি চ্যাঞ্জেলিং থেকে নমিনেশন পাইছিলো। আরও তালিকায় ছিল মেরিল স্ট্রিপ।
৫। সেরা অভিনেতা-ড্রামা-মিকি রুকি-দি রেসলার থেকে।
রেসলার ছবিতে গান গেয়ে সেরা গায়কের পুরস্কার পাইছে ব্রুস।
যারা তারে নাইন এন্ড হাফ উইক বা ওয়াইন্ড অর্কিডে খুল্লাম খুল্লা দেখছেন তারা টাসকি খাইতে পারেন। কিন্তু সে এবার পুরস্কার পাইয়া গেছে। তালিকায় ছিলো ব্রাড পিট, শেন পেন ও লিওনার্দোর মতো বড় বড় অভিনেতা।
মিউজিকাল ও কমেডি মুভির জন্য সেরা অভিনেত্রী হইছে শ্যালি হকিংস, হ্যাপি গো লাকি ছবি থেকে। জানি না কেমন ছবি।
আর সেরা অভিনেতা হইছে কলিন ফারেল, ইন ব্রুজেস ছবিতে অভিনয় কইরা। কেমন ছবি ধারণা নাই।
রেকর্ড করছে কেন উইনস্লেট সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পাইয়া। দি রিডার ছবির জন্য সে এই পুরস্কার পাইছে। আর সেরা-সহ অভিনেতা হইছে ডার্ক নাইটের হিথ লেজার।
জানা ছিলো অকাল মৃত এই অভিনেতা পুরস্কারটা পাবে। সেরা বিদেশি ছবি পাইছে ইসরায়েলের ছবি, ওয়াৎজ উইথ বশির। এই ছবি যতই ভাল হোউক ইসরায়েলের চবি দেখার কোনো ইচ্ছাই নাই। আর সেরা এনিমেশন মুভি পাইছে খুব স্বাভাবিক ভাবেই ওয়াল-ই। হাসিব বলছিলো এইটা নিয়া সে লিখবো।
হাসিব কৈ?
সবশেষ আরেকটা পুরস্কারের কথা না বললেই না। স্লামডগ থেকে সেরা অরিজিনাল মিউজিকের পুরস্কার পাইছে এর আর রহমান।
এঞ্জেলিনা জলি ছাড়া কি পুরস্কার অনুষ্ঠান জমে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।