যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া একজন যোদ্ধা হলেন প্রতিবন্ধি রিকসা চালক খলিল। তার জীবনের বন্ধুর পথেও তিনি ভেঙ্গে পড়েননি করেন নি ভিক্ষাবৃত্তি। সায়েন্স-জোনের এই লাইফ স্টাইল বিভাগে তাদের মতন জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া যোদ্ধাদের কথাই তুলে ধরা হবে।
সা.জো: আপনার নাম কি ?
খলিল: মুহাম্মদ খলিল
সা:জো: আপনার বাড়ি কোথায় ?
খলিল: উত্তম, রংপুর।
সা:জো: আপনার সমস্যা কি ?
খলিল: জন্মের পর থাইকায় ডাইন হাতে কামকরবার পারিনা।
সা:জো: কত দিন হতে রিকসা চালান ?
খলিল: ধরো প্রায় ৯-১০ বছর।
সা:জো: এত কাজ থাকতে রিকসা চালানোর মতন কঠিন কাজ করতে গেলেন কেন ?
খলিল: কি করুম ? ভিক্ষা করন ভালা কামনা তাই তো আর করবার পাইনা আর ব্যবসা করনের মতন ট্যাকাও নাই তাই কষ্টে মষ্টে রিকসা চালাই।
সা:জো: আপনার সংসারে কে কে আছেন ?
খলিল: তিনখান ছাওয়া আর হামরা দুইজন মানুষ।
সা:জো: আপনার যে আয় হয় তা দিয়ে কি আপনার সংসার চলে ?
খলিল: সংসার তো তেমন চলে না তবুও যা হয় তা দিয়া কোনো মতন খায়া, না খায়া, ধার করি খায়া দিন কাটাই।
জীবন যুদ্ধে লড়াই করে যাওয়া প্রতিবন্ধি রিকসা চালক খলিল কে আমরা সায়েন্স-জোন পরিবারের পক্ষ হতে সায়েন্স-জোন ফোরামের সদস্যরা মিলে তার পরিবারের একদিনের ভালো ভাবে এবং ভালো কিছূ কিনে খাবার টাকা প্রদান করা হয়।
আমাদের সমাজের আমরা সবাই যদি যে যার সাধ্যানুযায়ী এসব অসহায় দরিদ্র মানুষ গুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই, তবেই হয়তো তারাও দেখতে পাবেন দিন বদলের স্বপ্ন।
আর তাইতো সমাজের প্রতিটি সামর্থবান সচেতন নাগরিকের কাছে আমাদের আহবান,
আসুন না আমরা বাড়িয়ে দেই সাহায্যের হাত, আর অবদান রাখি তাদের দিন বদলে।
* খলিল এর মতন দরিদ্রতার কাছে মাথানত না করা সংগ্রামী মানুষ গুলোকে আমরা তুলে ধরতে চাই সমাজের কাছে। আপনাদের কাছে খলিল এর মতন সংগ্রামী মানুষের তথ্য থাকলে অথবা তাদের কে সহায়তা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ মডুদরে আমাকে ২ দিনের মধ্যে ৭বারের আন ব্যন করার জন্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।