হে সম্পদ-
তুমি বড় নিষ্ঠুর নির্দয় ধ্বংস বিলুপ্তকারী
তুমি কোলাহল কলঙ্ক,তুমি জগতের মহামারী!
তুমি আতঙ্ক,তুমি অশান্তি,
তুমি ভ্রষ্টমরুর চোরাবালির ভ্রান্তি,
তুমি জীবন নাশক মাদক,তুমি সর্বনাশী
তুমি মৃত্যুর দূত,তুমি সর্বগ্রাসী!
হে সম্পদ-
তুমি রূপসি বেশ্যার অলঙ্কার
তুমি রিপুর তাড়ণ, তুমি মাতালের অহঙ্কার,
তুমি বিভেদ-বিবাদ, তুমি ক্রন্দন চিৎকার
তুমি মৃত্যুর মাঝে বিবেকের হাহাকার!
তুমি দৃশ্য-অদৃশ্য,তুমি সাকার-নিরাকার
তুমি ভ্রমরির ছলনার আঁধার!
হে সম্পদ-
তুমি কূড়ে কূড়ে খাও মানুষের প্রাণ
তুমি বিভীষণের কুহকীর তান!
তুমি মাতালের আড়ষ্ট প্রাণ
তুমি মহাপাপী, তুমি শয়তান!
তুমি বঞ্চন,তুমি প্লাবিত পাবন,
তুমি দুখিত প্রাণের অরণ্যে রোঁদন!
হে সম্পদ-
তুমি কাম-ক্রোধ-লোভ-মাৎসর্য-বিমোহ
তুমি সুখের গরল, তুমি বিরহ,
তুমি পাতকীর নিঃশ্বাসের বিষাক্ত বায়ু
তুমি নেশায় আসক্ত আয়ু,
তুমি পামরী, তুমি পীড়নকারী
তুমি শাপিত,সৃষ্টির মহামারী!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।