কিছু নাই!
দেশে মানুষ খেতে না পেরে মারা যায়, শীতে দুটা বস্ত্র গায়ে দিতে পারে না, সেই দেশে আবার যমুনা ফুটানি পার্ক!!!
এসব মার্কেট কে পাত্তাও দিবেন আবার ১০টাকায় চালও খেতে চাবেন... শখ কত!!!
ধানী জমি নস্ট করে ১২০ বিঘার উপরে ( আজ এনটিভি এর রিপোর্টে শুনলাম) এইসব আজগুবি ভন্ডামী করবেন আবার আশা করবেন ১৫ কোটি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাবেন বিশাল এই মার্কেট করে, ৫ তারা হোটেল, ৫ তারা হাসপাতাল করে!!!
হায়রে আজব কৌশল!!!!
বাংগালী-র গর্ব কোনটা এখন ? এই ফুটানী পার্ক না ১০ টাকায় চাল খাওয়ার স্বপ্ন? এই ১২০ বিঘা জমি নস্ট না হলে আরো কত ধান উৎপাদন করা যেত ভেবেছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।