সৈয়দ মুজতবা আলীর 'দেশে বিদেশে' তে একটা ঘটনা খুব মজার মনে হয়েছিল। তাঁর কাবুল যাবার পথে পান্জাবে নামবেন। সেখানে রেল স্টেশনে তাঁর এক বন্ধুর পরিচিত এক বাঙালির তাঁকে রিসিভ করার কথা। ট্রেনে তিনি এক পান্জাবকে তেমনটাই জানালে পান্জাব তাঁকে জিজ্ঞেস করল, "এত ভীড়ে আপনি সেই মানুষটাকে কি ভাবে চিনবেন?" কারন সৈয়দ সাহেব তাঁকে আগে কখনও দেখেন নি। উত্তরে তিনি বলেছিলেন, "তাঁকে চেনার উপায় হল তিনি পান্জাবি পরে থাকবেন।
" বলেই সৈয়দ মুজতবা আলীর খেয়াল হয় কার সামনে কি বলছেন, " খোদ পান্জাবে তিনি পান্জাবি পরিহিত অবস্থায় বাঙালি চিনবেন। "
আসলে বিষয়টা তাই ই কারন আমরা পান্জাবি বলতে যা বুঝি তা আসলে সেই পান্জাবীদের পোষাক নয়।
এবার দুটো ছোট্ট ঘটনা বলি।
১. আমার এক কলিগ কোলকাতা বেড়াতে গেছেন। রেস্টুরেন্টে ভাত খেতে বসে দেখলেন, সালাদে বড় বড় পেঁয়াজ দেয়া হয়েছে।
হঠাৎ তিনি হোটেল বয়কে জিজ্ঞেস করলেন, " আচ্ছা তোমাদের কাছে দেশী পেঁয়াজ নাই?" :
(ভারতে তিনি দেশী পেঁয়াজ বলে যা খুঁজছিলেন তা তো নিশ্চয়ই বুঝেছেন। আমাদের দেশের পেঁয়াজ"
২. আমার এক বন্ধুর কাজিন গেছে আমেরিকায়। বন্ধু তাকে ফোনে বলছে, " আহারে, তোর তো খুব কষ্ট হচ্ছে, তাইনা? খালি ব্রয়লার মুরগি খেতে হয়, ওখানে তো দেশী মুরগি পাওয়া যায়না মনে হয়, তাইনা?"
এটা আর ব্যাখ্যা করছিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।