Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
(ব্লগের কবিসমাজের কাছে ক্ষমাপ্রার্থনাপুর্বক..)
(তুমুল পাঠকপ্রিয়তার পর পুনরায় প্রকাশিত।
আগে আসলে আগে পড়বেন ভিত্তিতে পড়া চলতাছে। সবাই একসাথে পড়ার চেষ্টা না কইরা লাইনে খাড়ায়া পড়েন। বেশি হুড়াহুড়ি করলে সামুর মডুরা রাগ করতে পারে।
সাবাশ!
তোমার জন্য অপেক্ষা
করি।
তুমি কর
আমায় উপেক্ষা !
তোমার জন্য ঝাড়ি
খাই। তুমি কর
নব প্রেমের প্রতিক্ষা।
তোমার জন্য পকেট
কাটি। তুমি কর
হিসাব-নিকেশ,সমীক্ষা।
আজ সব শেষ।
তুমি কেন জামা
তোমার ছেলে ডাকে মামা!
সাবাশ ! বেশ! বেশ!
জ্বালা
আচ্ছা বলো তো...
বীন বাজিয়ে যদি
সাপ খেলা দেখানো যায়,
তাহলে মাউথ অর্গান বাজিয়ে কেন
মশার খেলা দেখানো যাবেনা?
মেয়ে মশারা আমাকে ডিস্টার্ব করছে
কামড়ে যাচ্ছে,রক্ত শুষছে
আমি কিন্তু ছাড়বো না ওদের..
টোয়েন্টি টোয়েন্টি খেলা দেখিয়ে
ছাড়বো ওদের।
আই উইল কাম ব্যাক
আই উইল কাম ব্যাক এই দুষ্টুদের
ভিড়ে।
হয়তো কোন লাল পানির মগ হযে
এমনও হতে পারে কোন সুন্দরীর
গালের টোলের ভাঁজে।
যত্তোসব বেদরকারী কাজে!
লিপস্টিক কিংবা মোবাইলের বাটন
হয়ে।
আই উইল কাম ব্যাক নীল গগনের
মেঘ নয়
কোন সুন্দরীর টসটসে ঠোঁটের
হাসিতে নয়।
লোকাল বাসের ঝুলন্ত বাঁদর হয়ে,
চিপা গলির শেষ মাথার মোচড় ছুঁয়ে।
আই উইল কাম ব্যাক এই
নদীটির তীরে
লোকাল বাসে চ্যাপ্টা হয়ে
জ্যামের ভীড়ে।
(ব্লগের কবি সমাজ, আমার এই কোবতে লেখার প্রয়াসকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন পিলিজ। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।