আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকাকে বিবাহ করার অনুমতি প্রার্থনা করে হবু শ্বশুরের কাছে আবেদন পত্র লিখ।

ভবের মেলায় ভবঘুরে আমি এক পথিক..........

০৯/০১/২০০৯ বরাবর শ্বশুর আব্বাজান বিষয়: প্রেমিকাকে বিবাহ করার অনুমতি প্রার্থনা করে হবু শ্বশুরের কাছে আবেদন পত্র লিখ। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার একমাত্র কন্যার ২ মাত্র প্রেমিক থুক্কু ২য় প্রেমীক ইসতিয়াক। জনাব আবেদন পত্রে লেখার পূর্বেই বিশ্বস্ত সূত্র হইতে জানিতে পারিলাম আপনিও নাকি আমার শাবনুরের মতন দেখতে বড় শ্বশুরী আম্মাকে পটাইয়া এস.এস.সি পাশ করিবার পূর্বেই পলাইয়া বিবাহ করিয়েছেন। যা যেনে আমি বড়ই আসম্ত হইলাম কারণ আপনে আমি একই গোয়ালের গরু। ছিঃছিঃ বেয়াদবী মাফ করবেন, আপনি হইলেন গরু আর আমি হইলেম বাছুড়।

জনাব আপনি হয়তো জানেন বিগত ৩ বছর ধরিয়া আমার কলেজ শিক্ষকরা আমার সাথে ধরা ধরি থেলতাছে আর তাইতো আমি বিগত ৩ বছন ধইরা এইচ.এস.সি তে পাশ ধরিতে পারিতেছিনা। কিন্তু তাতে কি আমি সিদ্ধান্ত নিয়াছি এইবার বি.এ পাশ করিবই.....। আর তাইতো আপনের অনুমোতি প্রাথনা করিতেছি। আপনার অবশ্যই অজানা নয় নাউয়া টারির বাশবাগানে গত সপ্তাহে আপনার মেয়ে আর আমি এলাকা বাসি কতৃক ইসপিসাল অবস্থায় ধৃত হযেছিলাম। আর তাই তো যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটি সম্পন্ন করা আপনার আমার সকলের জন্যই মঙ্গল কর।

জনাব আমি আমার জানু থুক্কু আপনার চোট আদুরে মেয়ে কে কানদিন চিটি বা দরখাস্ত লেখিনি শুধৃ এস.এম.এস করেছি তাই হআমার লেকায় ভুই না হইলেও হইবার পারে। আশা করি আমার থেরেট থুক্কু আবেদনটির প্রতি আপনি সুদৃষ্টি দিবেন। বিনীত নিবেদক- ইসতিয়াক আহম্মেদ অংপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।