আমাদের কথা খুঁজে নিন

   

চার দেয়ালে বন্দী

সৃজনশীলতা ও মুক্ত চিন্তা চেতনায় বিশ্বাসী

ঢাকা শহর আসলেই ঢাকা। ইমারতের এই শহরে ঢাকা পড়েছে মুক্ত পৃথিবী, নেই তার সজীব নিঃশ্বাস নেবার অলস সময়। অপরিকল্পিত নগরীর এই রঙ্গমঞ্চে মঞ্চস্থ করা হয় পরিকল্পিত জীবনের। এখানকার চার দেয়ালের মাঝে আটকে পড়েছে কিছু পরিকল্পিত জীবন, বন্দী হয়ে পড়েছে মুক্ত পৃথিবীর সেই স্বাধীন পাখিটি, হয়ে গেছে আজ সে কারো শখের খাঁচায় ঝাঁপড়ে বাঁচা পাখি। এখানে সব কিছুই চলমান নদীর স্রোতের মতোই, কখনো অতি দ্রূত, কখনো বা সাময়িক নীরব, তবু নেই তার থেমে থাকার বিন্দুমাত্র অবকাশ।

এ শহরে কেউ বেঁচে থাকে ছুটি গল্পের ফটিক হয়ে, না বেঁচে থাকে না, মরে যাবার আগেই হয়ে যায় তার অশরীরি মৃত্যু। বেঁচে থাকা নয়, টিকে থাকার কামনা ই এখানে প্রাধান্য পায়। এ শহর শুধু রুটিন কাজের মধ্যেই আবদ্ধ, দিনের শুরু থেকে শেষ, কিংবা মাস থেকে বছর, সে চলছে তো চলছেই একই নিয়মে। এখানে দ্বিতীয়বার সূর্য্যের আলো দেখাটাই অনেক ভাগ্যের ব্যাপার, হ্য়তো বা কেউ দেখতে পান না দিনের পর দিন। পাশাপাশি সবাই আছে, তবু কেউ নয় কারো প্রতিবেশী।

এখানে আনন্দ, ভালোবাসা, চিত্তবিনোদন কিংবা সুখের তীব্র আশা জিম্মি হয়ে আছে অর্থের কাছে, এখানে ভালবাসা'র জন্য চাই ভালো বাসা। ............তবুও জীবন থেমে থাকে না, সে ছুটেই চলে নিজের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।