আমাদের কথা খুঁজে নিন

   

দুর শালা, শাহবাগ গিয়ে কি হইব? ৫-১০ দিন ঐখানে গিয়ে বসে থাকার কোন মানে আছে?

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D দুর বাল, শাহবাগ যেয়ে কি হইব? রায়তো দিয়েই দিছে। ঐখানে গিয়ে রোদে পুড়ার কোন মানে হয় না। কই, ৩ দিন ধইরা তো পাবলিগ ঐখানে বইসা আছে। কোন লাভের লাভ তো কিছু দেখলাম না। কয়েকটা দেশ প্রেমের স্লোগান দিলেই কি সব হয়ে যাবে? তাছাড়া আমি না গেলে এমন আর কি ক্ষতি হইব।

ঐখানে যাওয়ার বহুত পাবলিগ আছে। ঠিক এই রকম একটি অনিশ্চিত ভবিষ্যৎ- এর কথা মাথায় রেখে, শত দ্বিধা- দ্বন্দ্ব নিয়ে '৭১ এ ঘর ছেড়ে ছিল হাজারো মুক্তিযোদ্ধা। যার ফসল, আপনি আমার এই পোস্টটি বাংলাদেশ নামক একটি দেশে বসে পড়ছেন, নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিচ্ছেন। ছাগুরাও, অন্তরে পাকিস্তান প্রেম রেখে বাহিরে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে। এখন সিধান্ত আপনার।

এই রকম হাজারো দ্বিধা সামনে রেখে, আপনি কি আজ শাহবাগে আসবেন নাকি আসবেন না। যেকোনো সিধান্ত নেওয়ার আগে শুধু একটি কথা মাথায় রাখবেন, এইবার নয়তো কখনো নয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।