আমাদের কথা খুঁজে নিন

   

ভুল বানান আর শুদ্ধ বানান।

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

আমার লেখায় অনেক অনেক বানান ভুল থাকে এটা আমি জানি। কিন্তু এই বানান ভুল গুলো আমি ইচ্ছা করে করি তা কিন্তু না। আসলে লিখা সময় আমি দোটানায় পরে যাই। এখন র হবে নাকি ড় হবে স হেব নাকি শ হবে ি হবে নাকি ী হবে ু হবে নাকি ূ হবে।

কোন একটা লিখায় পড়েছিলাম আধুনিক ব্যকরনে বানান ভূল মার্জনীয়। আসলেই কি এটা সত্য ? আমার এক ব্লগের বড় ভাইয়া অনেক আগে আমাকে বলেছেন বানান নিয়ে চিন্তা করো না। লিখতে থাকো তোমার মত করে। তুমি লিখে যাবে এমন করে যেন মানুষ তোমার লিখা পড়তে পারে বুঝতে পারে। বানান নিয়ে চিন্তা করলে তোমার কখনো কিছুই লিখা হবে না।

তবে অফিসিয়াল কাজ কর্ম জরুরী কাগজ রেডি করার সময় ভালো বানান যানা কাউকে দিয়ে দেখিয়ে নিলেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।