আমাদের কথা খুঁজে নিন

   

দহন! তুমিও দহন!



উপযুক্ত প্রতিদান বটে! মোটেও অবাক হইনি, হওয়ার মতো সময়ও ছিল না। যখন সময় পেলাম, তখন নিজেকে শোধরে রাখার চেষ্টা করেছি। অবশ্যই দহনটা নীরবে দ্বগ্ধিত করেই চলছিল! দহনের অনেকরূপ অনেক আগেই আমি অনুভব করেছি। আমার উপর দিয়ে প্রতিদিন দহন যায়। শৈশবের প্রিয়তমা বালিকাদের হারানোর দহন ও কৈশোরের বন্ধুদের বিশ্বাসঘাতকতার দহন।

তারপর একসময় এমন হলো, কাঠ পুড়ে কয়লা হয়, কয়লা পুড়ে ছাই হয়, ছাইয়ে কিন্তু আর আগুন জ্বলে না! সুতরাং দহনই জীবন, দহনই চলবে, যন্ত্রণা বয়ে বেড়াতে বেড়াতে পথ চলছি। এখন বাস্তব দহন, মায়ের মুখে কখন হাসি ফুটাতে পারবো! মাঝে মাঝে ছেদ পড়ে, নতুন করে দহনের বীভৎস রূপ দেখি, দহনের নরক অনল অনুভব করি! কয়দিন আগে আবারো বুঝলাম দহন ফুরায়নি। যারা যন্ত্রণা দিতে জানে, যারা পুড়াতে ভালোবাসে তারা এখনো এই ধরণীতেই বেছে আছে। প্রত্যাশাটা খুব ছোট, কেবল বেঁচে থাকা! কিন্তু কাছের মানুষগুলো মানসিক কষ্টে জর্জরিত করলে কি করে বেঁচে থাকা যায় বলুন। (ব্লগারদের প্রতি : একান্তই ব্যক্তিগত অনুভূতি, হঠাৎ প্রকাশের চেষ্টা করলাম।

ভাষাগত ভুলত্রুটি মার্জনা করবেন)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।