আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি কৌতক নাকি ভোল পাল্টানো ? সততার আলো যুদ্ধাপরাধীদের বিচার চায় ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

ব্লগার শ্রাবনী'র এই http:/ককজকঘজজকল৯হমমhereinblog.net/blog/srabiniblog/28894302 পোষ্টে সততার আলো বলেছেন: এখনো কোন ফরম পাইনাই। আমার স্বাক্ষর অনলাইনেই দিয়ে দিলাম। যুদ্ধাপরাধীদের বিচার চাই। বর্তমান সরকারকে অবশ্যই তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এ বিচার এখন সময়ের দাবী।

এ ব্যাপারে ইন্টারনেটে কোন ব্যবস্থা রাখলেও ভাল হয়। নির্বাচনের দিন সে এই Click This Link পোষ্টে সে দাড়িপাল্লায় ভোট দিয়েছিলো বলেছিলো , যা এখন এডিড করা হয়েছে । সে লিখেছিলো প্রথম- ১নং বুথের প্রথম ভোটটা আমিই দিলাম ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৩ শেয়ার করুন: জীবনের প্রথমবারের মত ভোট দিলাম। ফজর নামাজ শেষে মসজিদ থেকে বন্ধুরা সবাই একসাথে এসে লাইনে দাঁড়ালাম। লাইনে আমার আগেই আরো চারজন এসে দাঁড়িয়ে থাকতে দেখলাম।

তারপর অনেক অপেক্ষা শেষে ৮ টা বাজল। আমার বুথের নাম্বার ছিল ১ নং। এই বুথে আমার আগে আরেকজন ছিল। কিন্তু তার নাম খুঁজে পেতে সমস্যার কারনে তাঁকে ভোট দিতে দেয়া হল না। এবার আমার পালা।

গেলাম। নাম মিলালাম। হাতে কালি দেয়া হল। আর দেয়া হল ব্যালট পেপার এবং সিল। পছন্দের প্রার্থীর মার্কায় সিল লাগিয়ে ব্যালট ভাঁজ করে বাক্সে দিয়ে দিলাম।

এক দারুন অভিজ্ঞতা। জীবনের প্রথম ভোট, প্রথম বুথের প্রথম ভোটার। লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নির্বাচন, ভোট ; প্রকাশ করা হয়েছে: রাজনীতি বিভাগে । ৪ টি মন্তব্য ৯৫ বার পঠিত, আপনি একবার রেটিং দিয়েছেন পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১৩ জনের ভাল লাগেনি - ১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪ এস্কিমো বলেছেন: ৯ ২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০১ বাফড়া বলেছেন: এই ব্যাটা ছ্যাগস, কমেন্ট মুছো ক্যান? আর মুছলেও বইলা মুছতে হয় সেইটা জানোনা? এই নে ১০ নং। ব্যাটা ছ্যাগস... এর মাঝে আবার ব্লক ও করছ দেখতাছি... ৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০২ বাফড়া বলেছেন: ধূর আমি নাকি অলরেডী একবার রেটিং করসি !! কি বিপদ!! যা বাইচা গেলি!!! ৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০০ ক-খ-গ বলেছেন: ১২ শালার রাজাকরের পুরা গোষ্টিই দেখি চাপে পড়লে কচ্ছপের মতো গর্তে লুকায় না ভোল পাল্টায় ।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।