আমাদের কথা খুঁজে নিন

   

সাটডাউন/রিস্টার্ট/লগইনের পর আগের ওপেন করা ফোলডার অটোমাটিকেলি ওপেন করুন

:)

যদি আপনার কম্পউটার প্রতিবার স্টার্ট/সাটডাউন/লগইন/রিস্টার্ট করার সময় অনেক গুলো ফোল্ডার নিয়মিত অপেন করার প্রয়োজন হয়ে পরে, তাহলে একটা একটা করে সব ওপেন করা আপনার জন্য বিরক্তিকর হতে পারে। তাই নিচের সহজ পদ্ধতিটির মাধ্যমে আপনি অটোমেটিকেলি আগে ওপেন করা ফোল্ডারগুলো পুনরায় ওপেন করতে পারবেন। • প্রথমে যান Start>control panel • তারপর Appearance and Themes এ ক্লিক করুন। • এখন ক্লিক করুন Folder Options এ • এখন একটি ডায়লগ বক্স আসবে। • View ট্যাব এ ক্লিক করুন। • Advanced setting section এর বাটনটি স্ক্রুল করে নিচের দিকে নিয়ে যান। • Restore previous folder windows at log on এ ক্লিক করুন। • Ok করে বের হয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।