ধন্যবাদ আপনাদের সবাইকে,যারা আজ পোস্ট বা মন্তব্যের মাধ্যমে গাজার সহিংসতার প্রতিবাদ করেছেন। .. ..করছেন।
আজ রাতে অনেকেরই ঘুম আসবে না চোখে,জানি আমি। কারন আমারও আসছে না। ছোট্ট সেই মুখটি কতগুলো রাত জাগিয়ে রাখবে আমাকে,তাও জানা নেই।
জড় বস্তুর মতো কেবল তাকিয়ে তাকিয়ে দেখছি আমরা.. .. ..স্রেফ দেখেই যাচ্ছি।
হ্যা,হয়তো আমরা তুচ্ছ মানুষেরা এত দূর থেকে কিছু করতে পারছি না। পারবোও না। কিন্তু আমরা পারি ঘৃনা করতে। এবং আমরা পারি আমাদের পরবর্তী প্রজন্মকে ঘৃণা করা শিখিয়ে যেতে।
এই খুণে নরপশুর দলগুলো যুগে যুগে ফিরে আসবেই বারবার। নতুন রূপে,আরও বেশী শক্তিশালী হয়ে। তাই আমরা পারি আমাদের পরবর্তী প্রজন্মকে ঘৃণা করা শিখিয়ে যেতে,যেন তাদের মাঝে কেউ নাম না লেখায় এই সব হিংস্র জানোয়ারদের পক্ষে। মানুষ রূপে জন্ম নিয়ে যেন হত্যাকারী না হয় তাদের মাঝে কেউ।
যেন না হয়!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।