আমাদের কথা খুঁজে নিন

   

কতো গাঙের পানি

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কতো গাঙের পানি উজান থাইকা ভাটায় নামি তোরা নি কেউ জানি, কতো গাঙের পানি । ঢেউয়ের আঘাতে ভাঙ্গে তীর, ভাসে সহায় সম্বল মনে লয়না বল , নদী একবার যদি জানিতি আমার দুঃখ বুঝিতি, ওহ নদীরে ভাসাইতে ভাসাইতে আমায় নিবি আর কতো দূর। জীবন যৌবন দিলাম সপেঁ তোরই বুকে মাথা রেখে অন্ন জোগাই ঢেউয়ের বাকেঁ, তৃন্ষা মেটাই তোরই জলে তোরই বলে মাথা তুলে দাড়াঁই কালে কালে আমি কতো গাঙের পানি .....................। ইশি নাই নিশি নাই তোর কাছে ছুটে যাই তুই ছাড়া আপন কেহ নাই তোরেই সুধায় মিটাই ক্ষুধা তোর সৌন্দর্য দেখি শয়নে স্বপনে আমায় ভাসাইলি কেনে ওহ নদীরে দুঃখ রইলো মনে তুই আমায় বুঝলিনা কান্দি আমি কান্দি কতো গাঙের পানি...........।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।