আবীর শাকরান মাহমুদ আমার কাছে কেঁদে অভিযোগ করে মেহেরুন্নেসা,
ফ্যানে ঝুলানো দেহ থেকে ছিন্ন মস্তক সাথে,
এবং তার সাথে সমীরণ বেওয়া,
রক্তে ভেজা পেটিকোট তার আধছেঁড়া শাড়ি দিয়ে ঢাকতে ঢাকতে।
সকাল-সন্ধ্যা বিলাপ করে নটরডেমের গুহ স্যারের দিদিমণি,
হাজার শকুনের খুবলে নেয়া বুক নিয়ে,
অথবা করিমের মা,
ক্যাম্পে যে পড়ে ছিল জীবন্ত লাশ হয়ে।
আর কাঁদে জুলেখা বু,
যার পেটের বাচ্চা সাচ্চা পাঞ্জাবী ঔরসজাত।
সাথে অকুমারী কন্যা তার,
যার ভার্জিনিটি হরণকারী রাবণের পরিচয় তার অজানা।
কিংবা পাড়ার সেই বোনটি,
মরার আগে যে মরেছিল হাজার পশুর বাসি খাদ্য হয়ে,
বা পাড়ার ছোট-বড় সবার সখিনা খালা,
ষাট বছর বয়সে ষাট বার সইতে হয়েছে যাকে ধর্ষণের ঘর্ষণ।
... ... ... ... ...
এবং, অথবা, আর, কিংবা
অব্যয় আর বিশেষ্য শেষ হয়ে যাবে।
হবে না শেষ সেই দু কোটি মা-বোনের নির্যাতনের প্রামাণ্য কিসসা।
আমি ঘুমাতে পারি না এখনো তাদের বিলাপের গগনবিদারী শব্দে।
তাদের লজ্জাবনত হৃদয়ের ট্যাকিকার্ডিয়ার লাব-ডাব ধ্বনিতে
তাদের পেটে জন্ম নেয়া পিতৃপরিচয়হীন নিষ্পাপ ভ্রূণের ফেটাল হার্ট সাউন্ডে
কিংবা ওড়নায় চাপা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজে...
আর কত কাঁদবি, মা?
তুই আর কত কাঁদবি?
আর কত?
আর কত কাঁদলে মা তোর কান্নার জল শুকিয়ে ফাঁসির দড়ি পোক্ত হবে?
সাত জানুয়ারি, ২০১৩
*ট্যাকিকার্ডিয়া= মানুষের হৃদকম্পন যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়।
*লাব-ডাব= মানুষের স্বাভাবিক হৃদকম্পনের শব্দ
*ফেটাল হার্ট সাউন্ড= মানবাকৃতি ভ্রূণকে বলা হয় ফেটাস।
তার হৃদকম্পনের শব্দ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।