আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে রোববার দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানের বাসায় যান। সেখানে তারা পৌনে ৩ ঘণ্টা ছিলেন। শেখ হাসিনা ও শেখ রেহানা বেলা পৌনে ১টার দিকে গুলশানের আইভি কনকর্ডে অবস্থিত জিল্লুর রহমানের বাসভবনে পৌঁছেন এবং সাড়ে ৩টার দিকে তারা সেখান থেকে চলে আসেন। জিল্লুর রহমানের জন্য ফুল ও মিষ্টি নিয়ে যান শেখ হাসিনা। আইভি কনকর্ডের ছয় তলার লিফটের দোরগোড়ায় শেখ হাসিনাকে স্বাগত জানান জিল্লুর রহমান এবং তার ছোট মেয়ে ময়না।
ময়নাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় ময়নার কাছে তিনি জানতে চান বড় বোন তানিয়া কোথায়?
শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সচিব আইভি কনকর্ডে উপস্থিত সাংবাদিকদের জানান, এটি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মসূচি। এখানে কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, হওয়ার সম্ভাবনাও নেই।
শনিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা এবং জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করা হয়। বৈঠক-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মহাজোট নেত্রী শেখ হাসিনা জানান, জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করা হলেও রাষ্ট্রপতি নির্বাচনের সময় তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে।
একই সংবাদ সম্মেলনে মহাজোটের মন্ত্রিসভার আকার এবং কে কে থাকছেন সে বিষয়ে বেশ কয়েকবার জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, ‘আমি কিছু বলব না। ’
শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর জিল্লুর রহমান দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।