হায়রে পৃথিবী কী করি, কী করি
-সাহেবের শরীরে জ্বর কাঁপছে থরথর
হুজুর, বিশ্বের অবস্থা বড়ই নাজুক; যুদ্ধ চারিদিক
-আরে ধুত্তরি, বিশ্ব এখন জাহান্নামে যাক
আমি বাঁচলেই হল; বাঁচলে বিশ্বের সব করে দেব ঠিক
-হুজুর, রহিমের ছেলেরও জ্বর
এই হবে, ধরেন আপনার চেয়ে সামান্য কিছু বেশি
জ্বর না কমলে বাচবে বড়জোর, আর দুই নিশি
-ও হ্যা, মনে পড়েছে; হতচ্ছাড়া বদমাইশটাতো
ব্যাটা বজ্জাতের হাড়ি
ও মরলে এ পাড়ার বাড়বে আরোও শান্তি
-হুজুর, বজ্জাত হলেও, যার ছেলে তার কিন্তু পোড়ে
নিজের ছেলের জন্য গতবার আপনিই তো নেমেছিলেন নর্দমার জলে
-নিজের জিনিসের আছে মায়া
অপরের হলে, ধূর....
নিজের জ্বর হলে, ওষুধ আন্ লাগে যত;
আর, হয় যদি অন্যের,
ব্যাটা এখনি হ দূর...।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।