আমাদের কথা খুঁজে নিন

   

আহা! কাদের মোল্লার মতো জঘন্য লোকটার নাম কতশতবার উচ্চারিত হচ্ছে! সকল পর্যায়ে করাপশন, স্বজনপ্রীতি, পেশির জোরের বিরুদ্ধে যদি এমন সকলকণ্ঠ উচ্চকিত হতো!

নতুন নতুন ধারণার জম্ম দিতে চাই আহা! কাদের মোল্লার মতো জঘন্য লোকটার নাম কতশতবার উচ্চারিত হচ্ছে! সকল পর্যায়ে করাপশন, স্বজনপ্রীতি, পেশির জোরের বিরুদ্ধে যদি এমন সকলকণ্ঠ উচ্চকিত হতো! (Shimul Salahuddin এর ফেইস বুক থেকে) তরুণ প্রজন্ম কি এর জন্য আর একটা স্কয়ার তৈরী করার প্রস্তুতি নেবে না ? অথচ ৯ মাসের যুদ্বে ৩০ লাখ লোক শহীদ আর ২ লক্ষ নারী ধর্ষিতার বিনিময়ে আমরা দূনীতিমুক্ত, স্বজনপ্রীতি, পেশি শক্তির বিরুদ্ধে এক সোনার দেশ চেয়ে ছিলাম। হায় ! তরুণ প্রজন্ম কবে আর একটা স্কয়ার তৈরী করবে..কবে তৈরী করবে দূনীতিমুক্ত, স্বজনপ্রীতি, পেশি শক্তি মুক্ত বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।