আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক্স টুল Inpaint, ছবিথেকে হাপিস করে দিন অপ্রয়োজনীয় অংশ

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ধরুন আপনি দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ব্যাকগ্রাউন্ড হয়তো প্লেইন চাচ্ছেন কিন্তু ফটোগ্রাফার ভুলে দেয়ালে থাকা ঘড়িটা সহ ছবি তুলে ফেললো। কী করবেন? যারা ফটোশপ ভাল জানেন তারা হয়তো বেশ খানিকটা সময় নিয়ে ছবিটি ঠিক করে ফেলবেন কিন্তু যারা জানেন না? আবার ধরুন ফটোশপ জানার পরও হয়তো আপনার হাতে তেমন সময় নেই.. খুব দ্রুত করতে চান। তারা কী করবেন? এমনি সমস্যার সমাধান দিতে পারে Inpaint নামের মজার একটা গ্রাফিক্স টুল। লক্ষ্য করুন নিচের ছবিটির দিকে- Inpaint দিয়ে বিমানটুকু সিলেক্ট করে একটা বাটন চাপতেই নিচের মত হয়ে গেল- মজার এই টুলটার সাইট মাত্র ৫১৬ কিলোবাইট।

কিন্তু দু:খজনক বিষয় হচ্ছে এটি ফ্রি নয়। এর জন্য আপনাকে ৪০ টি ডলার খরচ করতে হবে। তবে Giveaway of the Day এর কল্যাণে আগামীকাল দুপুর ১টা (বাংলাদেশ সময়) পর্যন্ত এটি বিনাপয়সায় ডাউনলোড এবং ব্যবহার করতে পারছেন। ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন বি:দ্র: আগামীকাল দুপুরের আগে যারা ডাউনলোড এবং সেটাপ করতে পারবেন তারাই শুধু বিনাপয়সায় এটি ব্যবহার করতে পারবেন। আগামীকাল(৫ জানুয়ারী) দুপুরের পরে যারা এই পোস্ট দেখবেন তাদেরকে টাকা দিয়েই কিনতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.