আমাদের কথা খুঁজে নিন

   

দল নিয়ে নতুন করে ভাববেন ক্রুইফ

বৃহস্পতিবার কাঠমান্ডুর হালচুক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ।
ম্যাচ শেষে ক্রুইফ বলেন, “কিছু খেলোয়াড় অসাধারণ খেলেছে, কিন্তু কিছু খেলোয়াড় ম্যাচে পুরোপুরি মনোসংযোগ না করায় আমাদের হারতে হয়েছে। তাই দেশে গিয়ে এই দল নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। নতুন করে আবার দল গঠন করতে হবে। তা না হলে ভালো ফল আশা করা যাবে না।


ম্যাচে কিছু খেলোয়াড়ের ব্যর্থতায় বাংলাদেশ জিততে পারেনি বলে মনে করেন ডাচ কোচ।
“এই ম্যাচে আমরা আনায়াশেই জিততে পারতাম। সে রকম অনেকগুলো সুযোগও পেয়েছি আমরা। কিন্তু স্ট্রাইকাররা যেমন ব্যর্থ হয়েছে, তেমনি ব্যর্থতা দেখিয়েছে ডিফেন্ডাররাও। এমন ব্যর্থতা অমার্জনীয়।


অবশ্য কিছু কিছু খেলোয়াড়ের প্রসংশাও করলেন ডি ক্রুইফ, “ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও রায়হান হাসান এবং মিডফিল্ডার জামাল ভুইয়া অসাধারণ খেলেছে। তাদের লড়াকু মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। ”
“অবশ্য রক্ষণভাগ গোছানো ফুটবল খেলতে পারেনি। যার কারণে শেষ মুহুর্তে গোল খেতে হয়েছে আমাদের”, যোগ করেন তিনি।
বাংলাদেশ কোচ এখন বয়সভিত্তিক দলগুলোর দিকে নজর দেয়ার কথা ভাবছেন।


“আমাদের এখন অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে তরুণ প্রতিভা বেরিয়ে আসবে, যারা আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে পারবে। ”
চোট নিয়েই ম্যাচের ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। সাফ ফুটবলে সেমি-ফাইনালে উঠতে না পারার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি-ই বা করতে পারেন তিনি।
"আমরা জাতির কাছে ক্ষমাপ্রার্থী।

শেষ দুই ম্যাচে ভালো খেলেও জিততে পারিনি। ভাগ্য আমাদের সহায়ক ছিল না। "

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।