আমাদের কথা খুঁজে নিন

   

বড় ভাই, ডিজিটাল জিনিসটা কি ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

রেডসিগনাল বলেছেন: বড় ভাই ডিজিটাল জিনিসটা কি ? গতকাল রেড সিগনাল নিকের এক ব্লগার এই প্রশ্ন করেন। প্রশ্নটা করে উনি নিশ্চয়ই জানতে চেয়েছেন যে, ডিজিটাল হলে সুবিধা কী ? অথবা আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, উনি আমার প্রস্তাবটাকে তাচ্ছিল্য করেছেন। তা তিনি করতেই পারেন, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার না করে আমাদের জীবনে যে উন্নতি হবে না, তা আর বোঝানোর কিছু নাই। একটি সাধারণ সরকারী ফরম যোগাড় করতে কী পরিমাণ ঘাম ঝরাতে হয়, তা যারা চেষ্টা করেছেন তারা জানেন। নির্বাচনের আগে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জনৈক সাংবাদিক প্রার্থীদের হলফনামার একটি কপি চেয়েছিলেন।

সেই হলফনামার কপি পাওয়ার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে। অবশ্য সেই সাংবাদিক বন্ধুটি নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে খুব সহজেই সেই হলফনামা ডাউনলোড করে নিয়েছিলেন। সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য জানাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের প্রশাসনকে বিশেষ করে থানাগুলোকে সচল করা যাবে না। তাই ডিজিটালকে তাচ্ছিল্য না করে, বাস্তব অবস্থাটা ভাবুন। তাই রেডসিগনাল নিককে বলছি, তথ্য প্রযুক্তির সুবিধা যে কতটা আরামের তা বুঝতে হলে এই লিংকে ক্লিক করে দেখুন।

আশা করি, অন্যর্থক তাচ্ছিল্য করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।