আমাদের কথা খুঁজে নিন

   

কল কারখানা মরে যায় আর ফিউচার পার্ক জন্ম নেয়...

সব ক'টা জানালা খুলে দাওনা...

দিন দিন আমাদের দেশে বেকারের সংখ্যা বাড়ছে। প্রতি বছর গ্রাজুএশন, মাস্টার্স করে বের হচ্ছে হাজার যুবক যুবতী, চাকুরীর সুযোগ আছে হাতে গোনা। শিক্ষিতরা-ই পাচ্ছেনা কাজের সুযোগ, আর যাদের পড়াশোনার সুযোগ হয়নি তাদের অবস্থা তো সহজেই অনুমেয়। বেকারদের কারিগরী প্রশিক্ষন দিয়ে দেশের বাইরে পাঠানোর যে অপার সম্ভাবনা তা না চোখে পড়ছে সরকারের আর না কোনো ধনবান ব্যাক্তিবর্গের। দেশের নামকরা সব কল কারখানা বন্ধ হয়ে গেছে, কিছু চলছে ধুকে ধুকে।

পাট শিল্পকে অচল খাতে ফেলে রাখা হয়েছে। আমার বাড়ি খুলনায়... এক সময় এই খুলনা কাগজ ও পাট শিল্প কারখানার জন্য বিখ্যাত ছিলো...অল্প কিছু দিনের ব্যাবধানে অনেকগুলি কারখানা একেবারে বন্ধ হয়ে গেল আর কিছু চলছে নামমাত্র। কর্মহীন শ্রমিকদের যে কি কষ্ট হচ্ছে জীবনধারণে তা নিজের চোখে না দেখলে অনুধাবন করা কঠিন। আমাদের দেশে ধনী লোক তো নেহাত কম নেই, তাদের অধিকাংশ যে কি উপায়ে এই সম্পদের পাহাড় গড়েছেন তাও কারো অজানা নয়, তবু এরাই যদি উৎপাদন্মুখী শিল্পে বিনিয়োগ করতো তবে কিছু মানুষের অন্তত কর্ম সংস্থান হত। কিন্তু না তারা করবেন শপিং মল, কি দরকার আমাদের মত দরিদ্র দেশে বিরাট শপিং মলের? এটা নিয়ে গর্বের ই বা আছে টা কি? এটা তো বরং চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে দেখো যে দেশে বিরাট সংখ্যক মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে সে দেশেই গরীবের রক্ত চোষা এমন ধনীও আছে যাদের জন্য বৃহত্তম শপিং মল না বানালেই নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।