আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা বকুল

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হে, ঝরা বকুল- শিশিরের সাথে মিত্রতা তোমার চিরকালের। রাতের আঁধারে গোপনে লুটিয়ে পড়ো, প্রিয়তম শিশিরের বুকে। সবুজ ঘাসের গালিচায় কিংবা মাটির বিছানায়- নিবিড় আলিঙ্গনে উষ্ণতা পেতে চাও রাতের নিস্তব্ধতার আড়ালে। পেঁচার অলুক্ষণে ডাক কিংবা বাদুরের আচমকা ডানা ঝাপটানো উপেক্ষা করে ঝিরঝির বাতাসের সাথে মিতালী করো পরম বিশ্বস্ততায়। টুপটাপ ঝরে যাও নীরব ছন্দে।

ধবল চাঁদের হাতে জোসনার ফুলঝুরি আর দূরে তারাদের মিছিলে উৎসবের আয়োজন। অগ্নিসাক্ষী হয়ে উল্কার দল ছায়পথ ধরে নেমে আসে মর্ত্যে। ঝিঁঝিঁপোকা আর জোনাকির অতি ব্যস্ততায় রাতভর ছুটোছুটি- বাতাসে ফুলের সৌরভ, চারিদিকে মৌ মৌ গন্ধে বিভোর। বৃক্ষের শাখা প্রশাখা সাজায় স্বপ্নের সামিয়ানা। অবশেষে- মায়াবী এক স্বপ্নের বাসর সাজায় ঝরে যাওয়া শুভ্র বকুল আর রাতের স্নিগ্ধ শিশির।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।