মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি মনোবিজ্ঞান ছাড়া এমসি কলেজে ইসলামের ইতিহাস, ইতিহাস ও পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
কিন্তু অজ্ঞাত কারণে এখনও মনোবিজ্ঞানে মাস্টার্স চালু না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।
দাবি পুরণ না হলে কঠোর আন্দোলনের নামবেন বলেও জানান শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, মনোবিজ্ঞানে মাস্টার্স চালুর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি সমাধান হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।