আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন হাসিনাসহ আ. লীগ সাংসদরা



নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাংসদরা শপথ নিয়েছেন। শনিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে শেখ হাসিনার নেতৃত্বে তারা শপথ নেন। নবনির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির সদস্যরাও শনিবার শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানটি হয় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরই স্পিকার দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত সাংসদরা দাঁড়িয়ে সমস্বরে স্পিকারকে অনুসরণ করে শপথ বাক্য পড়েন। শপথ বাক্য পাঠ করানোর পর স্পিকার নতুন সাংসদদের অভিনন্দন জানিয়ে বলেন, "আপনারা নবনির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

এখন থেকে আপনারা নির্বাচিত সংসদ সদস্য। " শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একদল সাংসদ অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ নেন। দ্বিতীয় পর্বে শপথ নেন আওয়ামী লীগের বাকি সাংসদসহ জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির সদস্যরা। শপথ কক্ষে স্থান সঙ্কুলান না হওয়ায় দুই পর্বে সাংসদদের দুই পর্বে শপথ অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকাল ৩টার দিকে শপথ কক্ষে আসেন।

অপর সাংসদরা দুপুরের পর থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন। এইচএম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ এবং রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির সাংসদরা দুপুরের পরপরই সংসদ ভবনে আসেন। এবার আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২৬২টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে আওয়ামী লীগই পায় ২৩০টি আসন। কিন্তু শপথ কক্ষের ধারণ ক্ষমতা ১৮০ জন হওয়ায় দুই দফায় শপথ অনুষ্ঠান দুই ভাগে করার ব্যবস্থা হয় বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান।

স্পিকার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে শপথ কক্ষে এসে সর্বশেষ প্রস্তুতির খোঁজ-খবর নেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে শপথ কক্ষসহ আশপাশের এলকায় তল্লাশি চালায়। ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চলে। শপথ অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতা সংসদ ভবনে জড়ো হয়।

শপথ নেওয়ার পরপরই সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচন করার কথা রয়েছে। রোববার বিকাল ৩টায় শপথ নেবেন বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও স্বতন্ত্র সদস্যরা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। গত বৃহস্পতিবার নবম সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়। গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি।

অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি ও স্বতন্ত্র ৪টি আসন পেয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।