আমাদের কথা খুঁজে নিন

   

FDM, একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার। (নামও এইটাই... )

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

এতো দিন IDM ব্যবহার করতাম।

IDM কিনে ব্যবহার করতে হয়। আমার IDM-এর ভার্সনটা ছিল ক্র্যাকড। সবকিছু ভালই চলছিল। কিন্তু বছরের শুরুতেই IDM টা বেকে বসলো। রেজিস্ট্রেশন করতে বলে।

নেট ঘেটে ব্লগে সাহায্য চেয়ে যা দেখলাম তাতে আর IDM ব্যবহার করার শখ থাকলোনা। না থাকাটাই স্বাভাবিক। IDM-এর সাহায্য চাওয়ার পোস্টে নাফিস ভাইয়ের ক্রাক করার সিস্টেমটা দেখলেই বুঝবেন। (নাফিস ভাই, আপনাকে কিন্তু পোস্টে ছোট করার চেষ্টা হইতেছে না। বুইঝেন... ) অবশেষে প্রায় ৫টা ডাউনলোড পোজ থাকা অবস্থায় IDM কাটতে বাধ্য হলাম।

খুজে বেড়ালাম বিভিন্ন ডাউনলোড ম্যানেজার। ডাউনলোড করলাম DAP যেটা আগে ব্যবহার করতাম। দেখলাম ভালই আপডেট করেছে। শুধু বিজ্ঞাপনগুলাকে এখনো সরায় নি। (ওদের একটা প্যাক আছে যেটা কিনতে হয়।

ওটা বিজ্ঞাপনশুণ্য। ) অবশেষে কৌতুহলী হয়েই গেলাম FDM এর সাইটে। গিয়ে দেখলাম বেশ কিছু নতুন ফিচার। ডাউনলোড করলাম DAP দিয়েই। আমাদের নেট লাইনটা ঘনঘন ডিসকানেক্টেড হয়ে যায়।

অবস্থা খারাপ। এখন FDM-ই ব্যবহার করছি। নতুন ফিচারগুলোর ভিতরে সবচেয়ে ভাল যেটা লাগলো সেটা হলো এর আপলোডিং সার্ভিস। আপলোডিং সার্ভিসের মাধ্যমে কোন ফাইল কারো সাথে শেয়ার করার প্রয়োজন হলে সহজেই শেয়ার করতে পারবেন। তবে ফাইলটি পার্মেনান্টভাবে থাকবে না।

আমি এখনো এই সার্ভিসটি পরীক্ষা করিনি। আমি এটাকে পরীক্ষা করার জন্য একটা ফাইল আপলোড করেছি ৩মেগাবাইটের মতো আকৃতির। আগামী একমাস আপনার ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। সরাসরি ডাউনলোড লিংক । ফ্রি ডাউনলোড ম্যানেজার বা FDM আরো ফিচার দেখতে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

কারো কোন জিজ্ঞাসা থাকলে পোস্টে জিজ্ঞেস করুন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।