আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রি-বিভ্রান্তি

সূর্য আমার চিরশত্রু। আমি অন্ধকার ভালবাসি...

প্রেতলোকে বসবাসকারী, আমার পূর্ব পুরুষ এবং নারীগন - এই গভীর রাতে, নিশ্চিতভাবে সঠিক সময়ে আপনাদের স্মরন করছি আমি ! পিতা-মাতাকে ছাপিয়ে, আপনাদেরকেই খুব ঘনিষ্ঠ মনে হচ্ছে আমার ! আঁধারই হয়ত জন্ম দিয়েছে এই বিভ্রম, এবং আমিও প্রচন্ডভাবে বিছানায় সংশ্লিষ্ট ! আমি ঠিক মনে করতে পারিনা - সেই স্বপ্ন ; ঘাম ও রৌদ্রকে মিথ্যে করে দেয়া কালরাতে, হিংস্র শ্বাপদের উত্তপ্ত নিঃশ্বাস আর আঠালো লালায়, যেই স্বপ্নে আপনারা - আমাকে দেখেছিলেন ! সেই সময়ে - আপনারা কি চিনতে পেরেছিলেন আমাকে ; যেভাবে, আপনাদের জানতে পেরেছি আমি, যদিও রাত্রি ক্রমশই হয়ে উঠছে অ-শ্লীল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।