সকল প্রশংসা মডারেটরদের
পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি
সারি সারি জনতার এই যে ভীড়ে
কেউ তো কারো পানে দেখ চায় না ফিরে
তাই তো আমি ভাই, এই হাতটাকে চালাই
এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
ছোট ছোট মানুষের অন্ন কেড়ে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই নাই যে কোন ঠাঁই
বেচে থাকার তরে শুধু নগদ কিছু চাই
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
পিচ ঢালা পথ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।