আমাদের কথা খুঁজে নিন

   

একটি,আকুল আবেদন !!!!!!!!!

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

গতবার যখন ম্যাডামের দল বিজয়ী হলো তখন পরিচিত একজন অনেক আক্ষেপ করে শেষে বললো....উনার গ্ল্যামার্স মার্কা চেহারার জন্য নাকি ভোট বেশী পেয়েছে.....বিশেষ করে ইয়াং জেনারেশন নাকি উনাকে বেশী ভোট দিয়েছেন। ফাউল কথা ভেবেছিলাম......। এইবার ম্যাডামের দল হারার অনেক কারণ দেখিয়ে সেই পরিচিত আবার ও গ্ল্যামারের কথা বললো। ম্যাডাম জেলে যাবার পর থেকেই নাকি চেহারা নষ্ট হয়ে গেছে.....জনগণের নাকি সেই আগের সুন্দর চেহারা দেখার সৌভাগ্য হয় নাই.....এটা ও নাকি হারার একটা কারণ। নিবার্চনের দিন যা-ও উনাকে অনেক সুন্দর লাগছে.......পরের দিন সেই সুন্দর আর দেখা যায়নি..... তাই, দেশের আপামর বিউটিপার্লারসহ সকল বিউটিশিয়ানদের প্রতি আকুল আবেদন ম্যাডাম ক্ষমতায় না থাকলেও উনাকে ফ্রি রুপচর্চার সুযোগ দিন + টিপস দিতে এগিয়ে আসুন........বিশেষ করে ব্লগে যদি কোন বিউটিশিয়ান থেকে থাকেন। জনগণের যাতে উনার গ্ল্যামার্স চেহারা দেখার সৌভাগ্য সব সময় হয়.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।