আমাদের কথা খুঁজে নিন

   

৭১'আরেকবার বাড়ী ফিরতে চাই

..

নিমেষে বাতাসের হিল্লোলে হিল্লোলে বিদ্যুৎ-তরঙ্গের মতো দ্রুত সুসংবাদটি ছড়িয়ে পড়ে--- আজ এখানে কাল ওখানে পালিয়ে বেড়ানো আত্মগোপন করে থাকার দিন শেষ এবার ঘরে ফিরে যাবো--আমরা স্বাধীন হয়ে গেছি। আহ্‌! কি আনন্দের এই ঘরে ফেরার দিন! আকাশে-বাতাসে-জলে-স্থলে আনন্দসঙ্গীত বেজে চলে আমরা ফিরছি নিজেদের ঘরে.......................................... সমস্ত আকাশ-বাতাস জুড়ে 'জয় বাংলা' বিজয়ধ্বনি বেজে যাচ্ছে যার সাথে দেখা হচ্ছে-'জয় বাংলা' সম্ভাষণ বুকে ভেতরে গেঁথে যাচ্ছে 'জয় বাংলা'ধ্বনি আমাদের যুদ্ধমন্ত্র আমাদের বিজয়মন্ত্র। ঘুর্ণাক্ষরেও ভাবছিনা--এই শব্দমালা একদিন প্রায়-নিষিদ্ধ বর্ণমালা হয়ে যাবে।যারা এই মন্ত্র পড়তে পড়তে শহীদ হয়েছে তারা ভেবেছিল? ঘরে ফিরছি---- কাঁটা ঝোপ-ঝাড়ে হাত-পা ছড়ে যাচ্ছে আচমকা হোঁচট খেয়ে কার জানি পায়ের নখ উল্টে গেল ওসবে কারো ভ্রুক্ষেপ নেই কেবলই বাড়ীর কথা মনে পড়ছে-- প্রিয় ফুল-বাগানের কি হাল?বিড়াল ছানাটি কেমন আছে? বেঁচে আছেতো? এখনো জানিনা-- নিজের এই বাড়ীটি আস্তে আস্তে ভিন্ন বাড়ী হয়ে যাবে দীর্ঘ তিন যুগ পরে প্রবল-হতাশ্বাসে আজকের এই বাড়ী ফেরার দিনটির কথা মনে পড়বে আবার বাড়ী ফিরে আসার ব্যাকুল-প্রতীক্ষায় উদ্বেল হবো; বিজয় মন্ত্রটি শোনতে শোনতে আমি আরেকবার বাড়ী ফিরতে চাই।নিজের বাড়ীতে। [৭১নিয়ে ১৯/১২/০৮ থেকে সিরিজ কবিতা লিখছিলাম। এই কবিতাটি এই পর্বের শেষ কবিতা।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।