ভাবনার কথা
১৯৮৭ সালের ১০ নভেম্বর।
নূর হোসেন না কি বুকে পিঠে সেই বিখ্যাত আল্পনা এঁকে মিছিলের আগে দেখা করেছিল শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা তাকে শার্ট পরে নিতে বলেছিলেন। নূর হোসেন বলেছিল, স্বৈরাচারকে বিদায় না করে নয়। নিজের বুকে পিঠে পোস্টার এঁকে পরে নিজেই হয়ে গেল পোস্টারের ছবি।
তার বুকে যে স্বৈরাচারকে সে নিপাত যেতে বলেছিল তার নিপাত হয়েছিল আরও তিন বছর পরে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর।
সে স্বৈরাচারের পতনের পরে নামের অর্থে গণতান্ত্রিক শাসনামলেও যখনই কোন সরকারের অগণতান্ত্রিক আচরণ দেখা গেছে, স্মরণ পড়েছে নূর হোসেনের। সব অভ্যুত্থানের সামনের কাতারে কি করে যেন হাজির হয়ে যেত সে। গণতান্ত্রিক আন্দোলনের বিজয়তেও সে খালি গায়ের মুঠি হাতের উচ্ছাস।
আজ বা কাল যখন আওয়ামী লীগ বিজয় মিছিল করবে, ভাষণে বলবে- গণতন্ত্রের বিজয় হয়েছে, তখনও কি নূর হোসেন সে মিছিলে থাকবে? মিছিলের পুরো ভাগে তার হত্যাকারীকে দেখে সে কি শার্টটা পরে নিয়ে শেখ হাসিনাকে গিয়ে বলবে- অভিনন্দন আপা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।