আমাদের কথা খুঁজে নিন

   

এই বিজয় রাখতে হবে.......



এই বিজয়টাকে ধরে রাখতে হবে। বাংলার মানুষের যে প্রত্যয় আর আশা নিয়ে এই পরিবর্তনটা চেয়েছেন সেই দিকে এখন আমাদের স্পপ্নের বিজয়ী নায়কদের চোখ রাখতে হবে। প্রগিতিশীল চিন্তার পথে জনগণের এই রায় আমাদের প্রাথমিক বিজয় এনে দিয়েছে এর চুড়ান্ত বিজয় তখনি আর্জিত হবে যখন এর সুফল বাংলার প্রতিটা মানুষের ঘরে পৌছে যাবে। যে স্পপ্ন নিয়ে ৩৭ বছর আগে এই সোনার দেশটাকে আমাদের সোনার ছেলেরা বর্বর শকুনদের হাত থেকে ছিনিয়ে এনেছিল সেই স্বপ্নবীজের কুড়িটি এখন বাংলার ঘরে ঘরে চোখ মেলতে শুরু করেছে। আমরা চাই সেই কুড়িটির যথার্থ রক্ষনাবেক্ষন। আমরা চাই বাংলাদেশ সোনার দেশ হয়ে গোটা পৃথিবীতে বুক উচিয়ে বেচে থাক, আমরা বাংলাদেশে আর কোন রাজাকার, পাকিস্তানি দোসরদের দেখতে চাই না। যারা স্বপ্নের তরি বেয়ে খুব শিগগিরই বাংলার মসনদে বসবেন তাদের প্রতি আমার আনুরোধ, "জনগনের এই রায়কে যথাযথভাবে কাজে লাগান, দেশের আর্থনীতির চাকাটাকে যত দ্রুত সম্ভব চালু করুন, দূর্নীতিবাজ শব্দটাকে বাংলা শব্দকোষ থেকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিন আর হ্যা, রাজাকারদের একটা বিহিত করুন। আমরা জানি, এই এবরো-থেবরো বিধস্থ পথটা হাটা আনেক কঠিন কিন্তু বিশ্বাস করুন বাংলার এই জনতা আপনাদের সাথে আছে....কারন আমরা সবাই মিলে একসাথে এই দেশটাকে গড়তে চাই। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।