যেসব তরুণ এতদিন হা-হুতাশ করতো এই ভেবে যে- ইশ! যদি যুদ্ধের সময় আমার জন্ম হতো তাহলে পাক বাহিনীকে দেখিয়ে দিতাম। সেইসব তরুণদের বলছি যুদ্ধ এখনো শেষ হয় নি, শাহবাগ মোড়ে গেলে তা বেশ বোঝা যায়। আজ ৪ ঘণ্টা ওখানে কাটানোর পর আমার উপলব্ধি হলো- মুক্তিযুদ্ধ পার্ট-১ '৭১ এ শেষ হয়েছে ঠিকই তবে পার্ট-২ শুরু হয়েছে গত কয়েক দিন থেকে। '৭১ এ অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বাঙালির দেশ প্রেমের কারণে বিজয়ী হয়েছি আর এখন তো আমাদের তরুণরাই যথেষ্ট। এবং তরুণ + প্রবীণের যে ভালোবাসার মেলা শাহবাগ এ বসেছে তাতে জয় আমাদের অবশ্যম্ভাবী। এতদিনে বাংলার একজন তরুণ হিসেবে আমার গর্ববোধ হচ্ছে। so frndz,,, no more late.. join d walk & b proud...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।