সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
সিলেট বন্ধু সাইফুর রহমান
লুৎফুর রহমান
(তাঁকে রাজনৈতিক হিসেবে ভালবাসিনা কিন্তু নি:সন্দেহে সিলেট বন্ধু তিনি। তাই রাজনৈতিক নেতা হিসেবে নয় সিলেট মায়ের ছেলে হিসেবে শ্রদ্ধা জানাই)
সাক্ষি আছে সুরমা ধলাই এবং প্রাণের মনু
ছড়িয়ে আছে কর্ম এবং তোমার আপন তনু।
সিলেট বন্ধু নেতা তুমি সুরমা নদীর মাঝি
যে যাই বলুক তুমি ছিলা মাটির টানের কাজি।
কমলা লেবুর ঘ্রাণটা ছিলো তোমার মুখের স্বরে
জন্ম মাটির করছো যে কাজ মেঘ-বৃষ্টি ঝড়ে।
বিউটি সিলেট উন্নয়নে তোমার অবদান
অমর হয়ে থেকো তুমি সাইফুর রহমান।
মন্দকে যে মন্দ বলি ভালোর সাথে চলি
তাইতো তোমার গুণের কথা অশংকোচে বলি।
ভালোর প্রতি শ্রদ্ধা জানাই দলাদলি ভুলে
মায়াবতী সিলেট তুমি রাখছো ফুলে ফুলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।