দ্রোহের আগুনে উঠুক জ্বলে
দূরে বহু দূরে
নাম হারানো পথের মাঝে
লালচে ধূলোয় উড়ে
খুজছি যে এক গানের কলি
অচিন কোন সূরে ।
হটাৎ হবে দেখা
গহীন কোন অন্তরালে
আমরা দুজন একা
চঁদের গায়ে মেঘগুলো সব
যাবে হটাৎ সরে
কষ্ট বুকে ধরে ।
চাঁদটা আছে সুখে
তারার আলো মেখে
আঁধার রাতে মুচকি হেসে
মেঘ এসে দেয় ঢেকে
হটাৎ কোন জোসনা মাখা
পংক্তি অচিন শেখে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।