আমাদের কথা খুঁজে নিন

   

(এই বিজয়ে) আমি সেই শিশুটিকে খুঁজছি

পরিবর্তনের জন্য লেখালেখি

আমি সেই শিশুটিকে খুঁজছি যে কিনা নাটাই কেনার পয়সা নেই বলে পরনের কাপড় খুলে তাড়িয়ে বেড়াতো বাংলার আকাশ । আমি সেই শিশুটিকে খুঁজছি পড়ার বই ছিলো না বলে যে ঠায় রইতো অপেক্ষায় কখন তার বন্ধু পড়া ফেলে খেলতে যাবে । আমি সেই শিশুটিকে খুঁজছি এক হাতে লাঙল , আর হাতে গরুর দড়ি নিয়ে খুব ভোরে যে বেরিয়ে পড়তো বৈচি বাগানের ধারে । আমি সেই শিশুটিকে খুঁজছি যে কিনা দড়ির শরীরে লাঠি খেলতো হুহুম হুংকারে আর দেবীর সিন্নি চুরিতে ছিলো খুব সেয়ানা । আমি সেই শিশুটিকে খুঁজছি যার বাঁশির সুরে বাংলার মায়েরা ভুলে যেতো আজ কার বাড়িতে হাড়ি চড়েনি। আমি সেই শিশুটিকে খুঁজছি যার পাজরের হাড়ে হাড়ে লেখা ছিলো , " এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"। আমি সেই শিশুটিকে খুঁজছি , নির্দ্বিধায় যে বুকে বোমা বেঁধে লাফিয়ে পড়েছিলো শৈবাল রঙা সার সার ট্যাঙ্কের সামনে । আমি সেই শিশুটিকে খুঁজছি , যে বলেছিলো , " অ মা, তাত্তারি ভাত খাতিদে, এট্টা জয় বাংলা আনতি যাবো " । আমি আমার ছেলেকে খুঁজছি । নাহ , তেমন কোন জোরালো কারণ নেই ; " এক সানকি ভাত ... ছেইলেডা মা মা করতি করতি না খাইয়ে চইলে গেলো... আমার ছাবালডা কনে কেউ কতি পারো?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।