আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ভোট দেয়ার অভিজ্ঞতা

আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।

এইমাত্র ভোট দিয়ে আসলাম। এইবার আমি নতুন ভোটার হলাম। খুব ভাল লাগছে ভোট দিতে পেরে। আগে সবাইকে ভোট দিতে দেখেছি, কিন্তূ এইবার নিজে দিলাম।

আমি ঢাকা-১২ এর ভোটার। আমার এলাকার প্রধান দুই দলের প্রার্থী ভাল, তাই প্রার্থী বেছে নিতে আমার কষ্ট হয়েছে। তবে যেই নির্বাচিত হোক আমি খুশি হব। প্রথম চিন্তা করেছিলাম “না” ভোট দিব, কিন্তূ আজ সকালে অনেক চিন্তা করলাম। তারপর ভোট কেন্দ্রে গিয়ে পরলাম আরেক বিপদে, আমার বুথ খুজে পাইনা।

কারন একই সিরিয়াল নাম্বার নিয়ে ভিতরে গিয়ে দেখি অন্যজনের নাম। পরে অনেক দোড়াদোড়ি করে বুথ খুজে পেলাম। সমস্যা হল কেন্দ্রের ভিতর শুধু ভোটার নাম্বার চেক করে, ন্যাশনাল আইডি নাম্বার তারা দেখে না। এর ফলে অনেক মানুষ বিরক্ত হয়ে ভোট না দিয়ে চলে গেছে। পরে দেখলাম একই কেন্দ্রে বিভিন্ন বুথ এ একই রকম ভোটার নাম্বার।

এইজন্য আমার বুথ খুজে পেতে দেরি হয়েছে। শেষ পর্যন্ত ভোট দিতে পেরে আমি খুশি। এখন আশা করি সব আসনে ভাল লোক নির্বাচিত হবে। যারা এখনও ভোট দিতে যাননি তারা তারাতারি গিয়ে দিয়ে আসুন এবং একটা সতস্ফুর্ত নির্বাচন এর সাক্ষী থাকুন। রবি০১৯ ভাই তার এইবার এর ভোট দেয়ার অভিজ্ঞতা আরও সুন্দর ও ভাল করে লিখেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।