আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
এই-তো আমি তারা হয়ে আকাশে দিলাম উঁকি
চাঁদমামা কয়--খোকন পালা
এখানে শুধু আলোর জ্বালা!
বাধ্য হয়ে আমি ফের লেপের তলায় ঢুকি।
ঝর্ণা হয়ে বয়ছি এখন আমি পাহাড় চিরে
সাগর বলে--বোকা ছেলে
ডুববি লোনা জলে!
বাধ্য হলাম আসতে ফিরে বইখাতার ভিড়ে।
এই-তো আমি পাখি হয়ে উড়ছি আকাশে
বাতাস বলে--ঝড় দেখেছিস
দেখিসনি তার বিষ!
বাধ্য হয়ে নেমে এলাম শিশির-ধোয়া ঘাসে।
আমি এখন গাছ হয়েছি ডালপালা আর পাতায়
সবুজ বলে--অবুঝ খোকন
পড়াশোনায় দে-রে মন
সবকিছু দেবে ধরা, তোর পায়ের পাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।