আমাদের কথা খুঁজে নিন

   

সেই প্রথম তোমার চোখ দেখে বুঝেছি আমি

মানুষের জীবনের ঢের গল্প.......

মানুষ চলার পথে হাজার মানুষের সাথে এক সাথে পথ চলে। তাদের কেউ কেউ হয়ে ওঠে পরম বন্ধু আর কেউ হারিয়ে যায় বিসৃত্মির অতল গহ্বরে। যাই হোক আমার এমন এক বন্ধু ছিল যার কাছ থেকে আমি হারিয়ে গেছি, কাব্য করে বললে " হারিয়ে গেছি আমি" তাকে মনেও পড়ে না। কিন্তু যেটা মনে পড়ে তা হল তার গান। হাস্যকর কিন্তু সত্য আমাকে নিয়েই আমার ঐ বন্ধুটি তিন তিনটা গান লিখে ফেলেছিল।

তার একটা সিডিতে সেই তিনটা গান আছে বলে শুনেছি। আমার মত সাধারন একটা মেয়ের জন্য এটা নেহায়েত কম নয়। তবে দুঃখের বিষয় তা আমার শোনার সৌভাগ্য হয় নি। রেকর্ডের আগে ও ই গেয়ে শুনিয়েছে বার কয়েক। ভূলেও গেছি কথাগুলো মনে নাই যাই হোক অনেক কষ্টে একটা গানের এই কয়েকটি লাইন মনে এল( আমার সৃত্মিশক্তি আবার একটু ভাল কিনা তাই সব ভুলে যাই) যে কটা লইন মনে আছে আপনাদের সাথে শেয়ার করলাম।

কোন এক বিকেলে অস্ত যাওয়া কালে তুমি দাড়িয়ে ছিলে আনমনে.......... সেই প্রথম তোমার চোখ দেখে বুঝেছি আমি এখন বর্ষাকাল। তোমার হেটে চলায় বৈশাখী মাতাল তোড়ে ঝড় তোলে তোমার মেঘ বরন দিঘল চুলে বর্ষাকাল এসে ভর করে। জানি না আমার কি হবে??? কি হল................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।