বলুন! ইহাই আমার পথ। আমি এবং আমার অনুসারীগণ মানুষকে আল্লাহর পথে ডাকে জাগ্রত জ্ঞান সহকারে এবং আমি অংশীবাদীদের অর্ন্তভূক্ত নই (আল-কুরআন)
আর মাত্র একদিন বাদেই আমরা প্রিয় তত্ত্বাবধায়ক সরকারের বিদায় হতে যাচ্ছে। অন্তরের কোনে বিদায়বেলার সুর। আহা কত সুখেই না কেটে গেল দুটো বছর। হরতাল নেই, মিছিল নেই, সন্ত্রাস নেই, নেই টেন্ডারবাজ আর মাস্তানের দৌরাত্ম, নেই বিভিন্ন শিক্ষা-বাণিজ্য প্রতিষ্ঠানে দলবাজি, নেই রাজনীতিবীদদের অশ্রাব্য. অকথ্য কাদাছুড়াছুড়ি।
দূর্নীতির বরপুত্ররা সব অকল্পনীয়ভাবে আইনের করতলে। হয়ত ভিতরে শেষপযর্ন্ত রাখা গেল না তাতে কি? যে কয়দিন ছিল তা-ই বা কম কিসে। এত সুখের দিনগুলো হারিয়ে যাবে ভাবতেই নস্টালজিক হয়ে পড়ছি। ভাবি এই ধরণের সরকার স্থায়ীভাবে থেকে গেলে কি হয়? দশজন মিলেই দেশ যেভাবে চালালেন খুব তো ঘাটতি বুঝলাম না। আর ঐ বিনিয়োগের ধানাই-পানাই এসব ঐ রাজনীতিবীদদের আর তাদের গুরু পশ্চিমাদের অপপ্রচার বলেই মনে হয়।
এ রাজনীতির কলুষতা থেকে মুক্ত হয়ে আসুন না আমরা তত্বাবধায়কজাতীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার পক্ষে জনমত গড়ে তুলি। বিদায় বেলায় ফখরুদ্দীন সরকারকে জানাই সালাম আর অনেক অনেক শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।